জাতীয় জীবনে অনগ্রসর জন গোষ্ঠিকে সত্যিকার অর্থে শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে ঢাকা জেলার সবুজ শ্যামল ধামরাই উপজেলার মহিশাষী ইউনিয়নের দেওনাই গ্রামের কিছু শিক্ষানুরাগী জ্ঞানী গুনী ব্যক্তিবর্গ’ প্রত্যন্ত গ্রামের অবহেলিত মানুষগুলোর মাঝে বৃহত্তর পরিসরে জ্ঞানের আলো প্রজ্জ্বলনের তাগিদ অনুভব করে 1986 সালে ‘‘ দেওনাই দাখিল মাদ্রাসা’’ নামে একটি বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে সর্ব প্রথম কেন্দ্রীয় ভাবে দাখিল পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ লাভ করে।