সবুজ-শ্যামল বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার অন্তর্গত ইতিহাসের প্রাচীন ও সমৃদ্ধশালী উপজেলা শহর ধামরাই। উপজেলা সদরের নিকটবর্তী ছায়াঘন এক নিভৃত পল্লিতে 1986 সালে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “দেওনাই দাখিল মাদরাসা”। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি নানা প্রতিকূল পরিবেশের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটি আপন আলোয় উদ্ভাসিত হতে সক্ষম হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির সুনাম আজ সর্বত্র বিরাজমান।
পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মননশীলতার বিকাশে সহপাঠ্য ক্রমিক কর্মসুচী জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুণী জনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।এই ধারাবাহিকতা অব্যাহত রেখে উন্নত নৈতিক শিক্ষা, আগামীর জন্য এক ঝাঁক সম্ভাবনাময় তরূণ তৈরীর লক্ষ্যে প্রতিষ্ঠান এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং সার্বিক সফলতা কামনা করি।
মোঃ আহসান হাবীব
সুপার
দেওনাই দাখিল মাদরাসা
কালামপুর, ধামরাই, ঢাকা।